Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বমুসলিমের নেতৃত্ব নিতে হবে এরদোগান ও মাহাথিরকে

-ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০২ এএম

 ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট আহŸায়ক শাহসুফী সৈয়দ আব্দুল হান্নান আল-হাদী গতকাল এক বিবৃতিতে বলেছেন, ড. মাহাথির মুহাম্মাদের বিজয় এবং তুরস্কে এরদোগানের বিজয় মুসলিম বিশ্বকে শক্তিশালী করবে। তিনি বলেন, দেশে দেশে মুসলিম গণহত্যা, সম্পদ লুন্ঠন ও মুসলমানদেরকে বিতাড়িত করার ঘটনা সমূহের প্রেক্ষাপটে অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আর এর নেতৃত্ব দিতে হবে এরদোগান ও ড. মাহাথিরকে। এরদোগানের পূর্বসুরি মুজাদ্দেদে আলফেসানী রহ. সম্রাট আকবরের বিরুদ্ধে অবস্থান নিয়ে গায়েবী শক্তি দিয়ে তাকে এবং তার ভ্রান্ত দীনে এলাহীকে নির্মূল করে দিয়ে গেছেন। তাই সারাবিশ্বের প্রায় ২শ কোটি মুসলমান যদি এক হতে পারে তবে তাদের ধ্বংস করা ইসলামবিরোধী শক্তির জন্য অসম্ভব হবে। মুসলমানদের একটি দলকে রাষ্ট্রীয় বা কেন্দ্রীয়ভাবে পরাশক্তিসমূহের কেমিক্যাল, জীবানু ও পারমানবিক অস্ত্রের মোকাবেলায় সর্বশক্তিমান আল্ল­াহ তা’য়ালার গায়েবী সাহায্য পাওয়ার উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে, কাফেরদের বিরুদ্ধে বিজয়ের লক্ষ্যে। তিনি বলেন, বর্তমানে পৃথিবীর প্রায় প্রত্যেক মুসলিম দেশে ইসলাম ও মুসলিম বিদ্বেষী নেতৃত্ব ক্ষমতায়। তারা মুসলমানদের স্বার্থের বিপরীতে কাফেরদের পায়রবী করে। এসব নেতৃবৃন্দ কাফেরদের বন্ধু ভেবে হাত প্রসারিত করলেও কাফেরা কখনই মুসলিমদের বন্ধু মনে করে না, করবেও না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ