বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে খুলনা সিটির পুনরাবৃত্তি ঘটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য উলেখ করে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নজীর এদেশে নেই। ভোট ডাকাতি, কারচুপি, কেন্দ্র দখলের মত ঘটনা এখানেও ঘটেছে। অসংখ্য ভোটার ভোট দিতে পারেনি। ব্যালট পেপার সকালেই শেষ হয়ে গেছে। এ যে অবস্থা তা কেবল দলীয় সরকারের অধীনের কারণেই হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও একই চিত্র হবে। কাজেই দলীয় সরকারের অধীনে নয়, দলনিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। পীর সাহেব চরমোনাই সন্ত্রাস, রাষ্ট্রীয় দুর্নীতি, কেন্দ্র দখলের রাজনীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে আগামী জাতীয় নির্বাচনে হাতপাখার পক্ষে ভোট বিপ্লব ঘটানোর আহŸান জানান।
গতকাল বিকেলে ইসলামী আন্দোলন দিনাজপুর জেলার কাহারুল বাজারের ধানহাটি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর আলামা আব্দুল হক আজাদ। হাজী মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা ও থানা নেতৃবৃন্দ।
ফতুল্লা থানা সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ ফতুলা থানার সভাপতি এডভোকেট শফিকুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নি:শর্ত মুক্তি দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।