পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কুমিল্লায় বাসে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনা বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তার জামিন আবেদন গ্রহণযোগ্য কি না সেই প্রশ্নে হাইকোর্টকে সাত দিনের মধ্যে নিষ্পত্তির আদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। কুমিল্লায় নাশকতার ১ মামলায় আপিল বিভাগ জামিন বহাল রেখেছেন বলে ইনকিলাবকে জানিয়েছেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল আলম বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে বাস পোড়ানোর মামলায় সেশন কোর্টে জামিন আবেদন করেছিলেন। সেখানে আবেদনটি পেন্ডিং রেখেই তিনি হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট তাকে বেইল দিয়েছিলো। এর বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ মামলাটি পুনরায় হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। এবং এই নির্দেশনা দিয়ে যে, এই মামলাটিতে বেইল পিটিশন রক্ষণীয় কিনা সেটি বিবেচনা করার জন্য। সেশন কোর্টে মামলা পেন্ডিং রেখে হাইকোর্টে আসতে পারেন কিনা সেটা বিবেচনা করা হবে। এবং তার পরেই জামিনের বিষয়টি নিষ্পত্তি করা হবে। জামিন বহালের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ যদি হাইকোর্টের আদেশটি বহাল রাখতো তাহলে তো আমাদের আবেদনটি ডিসমিস হতো। হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে বলেই স্থগিতাদেশটি বাতিল করা হয়েছে।
তবে খন্দকার মাহবুব হোসেন বলেন, হাইকোর্ট আপিল নিষ্পত্তি করে আমাদের জামিন দিয়েছিলো। এর বিরুদ্ধে সরকারপক্ষ আপিল বিভাগে গিয়েছিলো। দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ হাইকোর্টে দেয়া জামিন বহাল রেখেছেন এবং বলেছেন, আবেদনটি গ্রহণযোগ্য কিনা তা সাত দিনের মধ্যে পরীক্ষা করার জন্য। ২৫ জুন এ বিষয়ে শুনানি শেষ হয়। এর আগে গত রোববার কুমিল্লার আরেক মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য ২ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ কুমিল্লার নাশকতার দুই মামলায় খালেদা জিয়কে জামিন দেন। এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পর ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। সেই অনুসারে ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত। পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় দুটি মামলা করা হয়। #####
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।