Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বাপ-বেটার জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৫ এএম

আজ দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র জন্মদিন। একই সাথে তার একমাত্র ছেলে আয়াশেরও জন্মদিন। আয়াশের জন্মের পর বছরের এই একটি দিনে অপূর্ব কোন শূটিং রাখেন না। দিনটি ছেলের সঙ্গে উদযাপন করেন। দিনটি উদযাপনের সব পরিকল্পনা করেন তার স্ত্রী অদিতি। আগে থেকে কোন কিছু জানতে পারেন না অপূর্ব। নানাভাবে সারপ্রাইজড হন অপূর্ব ও আয়াশ। অপূর্ব বলেন, ‘আগে জন্মদিনটা ছিলো শুধুই আমার। আর এখন জন্মদিনটা আমার একমাত্র সন্তান আয়াশেরও। তাই জন্মদিন নিয়ে এক অন্যরকম ভালোলাগা কাজ করে। আয়াশের মায়ের নানা পরিকল্পনা থাকে। আবার আয়াশও দিনটা অনেক আনন্দে কাটায়। জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন পিতা পুত্র একসঙ্গে ভালোভাবে দিনটি কাটাতে পারি। আর আমার বাবা মায়ের জন্যও দোয়া চাই যেন আল্লাহ তাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। কারণ তাদের কারণেই আমি এতো সুন্দর জীবন পেয়েছি। যে জীবন ভীষণ সুখের আনন্দের।’ উল্লেখ্য, এবারের ঈদে অপূর্ব অভিনীত বেশ কয়েকটি নাটক আলোচিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাকারিয়া শৌখিনের ‘জলসা ঘর’, মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আনমনে তুমি’, আশফাক নিপুণ পরিচালিত ‘হয়তো তোমার কাছেই যাবো’ উল্লেখযোগ্য। ঈদের পর অপূর্ব এরইমধ্যে দুটি নাটকের কাজ শেষ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ