Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অডিও-ভিজ্যুয়াল ডিজিটাল মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্প্যাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৫ এএম

দেশে প্রথমবারের মতো অডিও-ভিজ্যুয়াল ডিজিটাল মিউজিক স্ট্রিমিং অ্যাপ ‘স্পø্যাশ’ আনল শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। অ্যাপটিতে রয়েছে ১৬ লাখের বেশি মিউজিক ট্র্যাক। অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সিস্টেম ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া ওয়াপ বা ওয়েব সংস্করণেও সেবাটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। গ্রাহকরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ডিজিটাল এই অ্যাপটি রবি’র সকল গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। রবি গ্রাহকরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক যে কোন ভিত্তিতে সেবাটি গ্রহণ করার সাথে সাথে এক মাস ফ্রি ট্রায়ালের সুযোগ পাবেন। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক-ভিত্তিতে ‘স্পø্যাশ’ সেবাটি গ্রহণের জন্য যথাক্রমে ২ দশমিক ৪৪ টাকা, ১২ দশমিক ১৮ টাকা ও ৩৬ দশমিক ৫৩ টাকা (কর, মূসক ও সম্পূরক শুল্কসহ) প্রদান করতে হবে। কন্টেন্ট ব্রাউজ করার জন্য ডেটা চার্জ প্রযোজ্য হবে। ‘স্পø্যাশ’ মিউজিক অ্যাপ’র বিশেষ ফিচারগুলো হচ্ছে: গান ডাউনলোড করে অফলাইনেও শোনা যাবে, বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহার করায় গ্রাহকরা সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন, দ্রæত স্ট্রিমিং সুবিধা থাকায় তুলনামূলক দুর্বল নেটওয়ার্কেও এটি কাজ করবে এবং ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো প্লেলিস্টে কোন গান অন্তর্ভূক্ত করতে বা বাদ দিতে পারবেন।প্রিয় শিল্পীর নতুন কন্টেন্ট আসলে অ্যাপটিতে নোটিফিকেশন পাবেন রবি ব্যবহারকারীরা। এছাড়া গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন গান, শিল্পী, অ্যালবাম বা প্লেলিস্ট তাদের বন্ধুদের সাথে শেয়ার এবং তাদের পছন্দের গান নিয়ে আলোচনা করতে পারবেন। রবি গ্রাহকরা ব্যান্ড, লোকগীতি, আধুনিক, কবিতা, ধ্রæপদী, রক, হিপ হপ, চলচ্চিত্রের গান, মেটাল, দেশাত্ববোধক গান, পপ, র‌্যাপ, লালন, রবীন্দ্র সঙ্গীত অথবা নজরুল গীতি যাই শুনতে চাননা কেন ‘স্পø্যাশ’ অ্যাপে পেয়ে যাবেন তার কাক্সিক্ষত গানের সম্ভার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ