রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্রী হত্যা মামলার প্রধান আসামী সাব্বির হোসেন (২২) কে শরিয়তপুর জেলার জাজিরা থানার পৌর অডিটোরিয়াম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। টানা ৭ ঘন্টা অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাব্বির হোসেন রূপগঞ্জ উপজেলার ভোলানাথপুর এলাকার বাকা মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের হোসেন জানান, ভোলানাথপুর এলাকার রকিব উদ্দিনের মেয়ে সুর্বনা (১২) কে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে বিষ পান করিয়ে হত্যা করা হয় বলে ধারনা করা হচ্ছে। ৩ জুন সকালে ইছাপুরা ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে স্কুল ছাত্রী সুর্বণার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুবর্ণার পিতা রকিব উদ্দিন বাদী হয়ে সাব্বির হোসেনকে প্রধান আসামী ও অজ্ঞাত কয়েক জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।
আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।