রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পীরগাছায় পাট ক্ষেত থেকে আয়শা বেগম বিউটি (৩০) নামে এক গৃহবধূর উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের হত্যাকারী স্বামী ও শাশুড়ী। গত সোমবার গ্রেফতারের পর আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন স্বামী দছিম উদ্দিন ভূট্টু ও শাশুড়ী উম্মে কুলছুম।
আদালতে স্বামী ও শাশুড়ীর দেয়া জবানবন্দির কথা উল্লেখ্য করে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র জানান,
উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের দছিম উদ্দিন ভুট্টুর সাথে তার স্ত্রী আয়শা বেগম বিউটির যৌতুক নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১জুন বিকালে একই ঘটনা নিয়ে আবারো স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে স্বামী দছিম উদ্দিন ভূট্টু স্ত্রী আয়শা বেগম বিউটিকে তলপেটে ঘুষি মারে। এতে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। পরে গুম করার উদ্দেশ্যে লাশ বাড়ির গোয়াল ঘরে রেখে দেয়। তিন দিন গোয়াল ঘরে থাকার পর লাশের গন্ধ বেড় হলে স্বামী ভূট্টুসহ পরিবারের লোকজন লাশের শরীরে কাপড় পেঁচিয়ে পাট ক্ষেতের ভিতরে ফেলে রাখে। পরে সাত দিন ধরে স্বামী ও বিউটির পরিবারের লোকজন বিউটিকে খুঁজতে থাকে। গত ৭ জুন এলাকার লোকজন পাট ক্ষেতে অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে ওই দিন রাত ৮ টার দিকে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করলে এলাকাবাসী ও স্বজনরা লাশটি বিউটির বলে চিহ্নিত করেন।
এঘটনায় স্বামী দছিম উদ্দিন ভূট্টুসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ মামলা দায়েরের পর এজাহার নামীয় সকল আসামিকে গ্রেফতার করে। নিহত আয়শা বেগম বিউটি দুই সন্তানের জননী বলে জানা যায়।
আয়শা বেগম বিউটির পরিবার জানায়, বিউটির ছোট বোনের বিয়েতে একটি মোটরসাইকেল উপহার দেয় বিউটির পরিবার। পরে একই উপহার দাবি করে আসছিল বিউটির স্বামী দছিম উদ্দিন ভূট্টু। উপহার না পেয়ে স্বামী ও পরিবারের লোকজন আয়শা বেগম বিউটিকে হত্যা করে। পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, বিউটি হত্যার সাথে জড়িত স্বামীসহ পরিবারের ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।