বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুর জেলা স্পেশাল ট্রাইবুনালে সন্ত্রাস বিরোধী এক মামলার রায়ে ৬ জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১ জানুয়ারি জেলা শহরের ঢাকলহাটিতে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জেএমবির বই বিস্ফোরক দ্রব্যসহ ৫ জেএমবি সদস্যকে গ্রেফতার করে। পরে ৭ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগ দায়ের করলে ১৬ জন্য স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে গতকাল দুপুরে জেলা স্পেশাল ট্রাইবুনালের বিচারক এম এ নূর জেএমবি সদস্য নাজমুন শাহাদতকে ৭ বছরের কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস, মনিুরজ্জামান মানিক কাওছার, তানভীর, মারুফ হাসান রনি, সোয়েব, আমির হামজা খালিদকে ৫ বছর করে সশ্রম কারাদÐ ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সাজা প্রদান করেন। আসামী পক্ষে আইনজীবি এডভোকেট আব্দুল মজিদ বাদল এ রায়ে অসন্তুষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেন জানান। সরকারের পক্ষে ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুন কুমার সিংহ রায় সন্তোষ প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।