বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : খাদ্য বান্ধব কর্মসূচীর ৯০ মেট্রিক টন চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুদক কর্তৃক মামলার চার্জশীট আদালতে গৃহীত হওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লাকে তার পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ ইফতেফার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিস্কার করা হয়।
জানা যায়, উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লার বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা করা হয়। পরবর্তিতে মামলাটি দুর্নীতি দমন কমিশনে স্থানান্তরিত হয় এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লাকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।