Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের উত্তর রাজীবপুর গ্রামে স্ত্রীর কাছে জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মনতাজ আলীর মেয়ে আসমা বেগমের সাথে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহজাহান মিয়ার ১৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর জুয়া খেলা নিয়ে স্ত্রী প্রতিবাদ করায় বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার ভোররাতে স্বামী শাহজাহান মিয়া জুয়া খেলে টাকা হেরে এসে স্ত্রীর কাছে টাকা দাবী করলে এর প্রতিবাদ করায় তাকে এলোপাতারী মারপিট করে। এর এক পর্যাযে শয়ণ ঘর থেকে টেনে হেছড়ে বাড়ির পশ্চিম পার্শ্বে বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে শাহজাহানের ছোট বোন রাশেদা ছোট ভাই সাদ্দামসহ স্ত্রী আসমাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আসমার মেয়ে শারমিন (৭), পুত্র রাসেল (৩) কে নিয়ে বাড়ির সকলেই গাঁ ঢাকা দেয়। এ ঘটনায় আসমার পিতা মমতাজ আলী বাদী হয়ে থানায় মামলা করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ