Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১০:৫৪ পিএম

ঈদের পর হঠাৎ বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। কেজি প্রতি বেড়েছে পাঁচ টাকা করে। তবে দেশি পেঁয়াজের দাম বাড়েনি। আগের দাম ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। কিন্ত আমদানি করা বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। ঈদের আগে এই পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের কারণে পেঁয়াজ আমদানিতে কিছুটা সমস্যা হয়েছে। লোড আনলোড বন্ধ ছিল। ফলে পাইকারি বাজারে হুহু করে বাড়তে শুরু করেছে বড় পেঁয়াজের দাম। এর সঙ্গে শ্রমিক সঙ্কটও রয়েছে।
গতকাল রোববার রাজধানীর বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের পর বাজার কিছুটা জমে উঠেছে। দোকানিরা পাইকারি বাজার থেকে পণ্য কিনে বিক্রির জন্য সাজিয়েছেন।
পেঁয়াজের দাম জানতে চাইলে শান্তিনগর বাজারের খুচরা দোকানদার রফিক বলেন, পেঁয়াজের দাম বেড়েছে ভারতেরটার (বড় পেঁয়াজ)। খুচরা-পাইকারি দু’ক্ষেত্রেই হঠাৎ বেড়ে গেছে। পাল্লা (পাঁট কেজি) দরে বড় পেঁয়াজের দাম পড়তো কেজি প্রতি ১৭-১৮ টাকা। এখন সেটা পড়ছে ২৫-২৭ টাকা। এর বাইরে পরিবহন ভাড়া আছে। সব মিলিয়ে ৩০-এর নিচে কোনোভাবেই বিক্রি করা যাচ্ছে না। তবে দেশি পেঁয়াজের দাম বাড়েনি।
কারওয়ান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এই বাজারে ঈদের ছুটির আমেজ কাটেনি। রাজধানীর অন্যান্য পাইকারি বাজারগুলোতেও একই অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতাশূন্য অলস সময় পার করছেন বিক্রেতারা। এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক সঙ্কট।
পাইকারি ব্যবসায়ী সুমন হাওলাদার জানান, ১৫ দিনের ব্যবধানে পাইকারি বাজারে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। দাম বৃদ্ধির পেছনে মোকামগুলোতে শ্রমিক সঙ্কট অন্যতম কারণ। অনেকে ঈদের ছুটিতে গেছে, যারা আছেন, তারা মজুর বেশী নিচ্ছেন।
অন্যদিকে বাজারে কমেছে মুরগির দাম। রমজানে যে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৬০ টাকা দরের, এখন সেটা বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে। দাম অপরিবর্তিত রয়েছে আদা, রসুনেরও। তবে মাছের দাম এখনও বেশি।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ