বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর পুলিশের বিশেষ অভিযানে এক জামায়াত নেতাসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকল পর্যন্ত তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের মূখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
তিনি জানান, মহানগর পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ছয়জন, রাজপাড়া থানা পাঁচজন, চন্দ্রিমা থানা দুইজন, মতিহার থানা আটজন, কাটাখালি থানা একজন, বেলপুকুর থানা তিনজন, শাহমখদুম থানা দুইজন, পবা থানা দুইজন, কাশিয়াডাঙ্গা থানা তিনজন, কর্ণহার থানা একজন, দামকুড়া থানা একজন ও ডিবি পুলিশ দুইজনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ, একজন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ১২ জনকে আটক করা হয়।
মাদকসহ আটককৃতদের মধ্যে, রাজুকে দুই গ্রাম হেরোইন, ফজলুল হককে ২১ বোতল ফেন্সিডিল, তুষারকে এক লিটার ফেন্সিডিল, মিলন আলীকে ১০ পিস ইয়াবা, খায়রুল ইসলাম, আলাউদ্দিনকে ১৪ পিস ইয়াবা, মোসলেম উদ্দিনকে ৭৫ গ্রাম গাঁজা, মিনারুল ইসলাম ও রাসেল ইসলামকে ১০০ গ্রাম গাঁজা, মনিরুল ইসলাম মনিকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও ডিবি পুলিশ আমিনুল ইসলাম বাবলু (৫৮) নামক জামায়াত নেতাকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।