Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরী ধর্ষণের অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:৪৫ পিএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব তেলিকান্দি গ্রামে রোববার ভোররাতে এক কিশোরী (১৫) কে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে পরিবারের কাছ থেকে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পূর্ব তেলিকান্দি গ্রামে বসবাস করতো ধর্ষিতার পরিবার। রোববার ভোররাতে ঐ কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে যায়। এ সময় পূর্বে থেকে ওত পেতে থাকে কোদালিয়া বাজিতপুর গ্রামের রাজা ফকিরের ছেলে ফকির (২৫) ও তার সাথে আরো ৩ জন কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে। বাড়ি খালি থাকায় রফিক তার লোকজন নিয়ে কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে কিশোরীর পরিবারের লোকজন বাড়িতে এসে কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ধর্ষিতা কিশোরী বলেন, আরো ৫/৬ মাস পূর্বে থেকে রফিক বিভিন্ন সময় রাস্তায় একা পেয়ে বিরক্ত করতো। আমি লজ্জ্বার ভয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু ওযে আমার এত বড় ক্ষতি করবে তা ভাবিনি। আমি রফিকের কঠোর শাস্তির দাবি জানাই। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল মোর্শেদ বলেন, আমি ঘটনার কথা শুনেছি। ঐ মেয়ের পরিবারের কেউ থানায় আসেনি। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ করলে আমি আইনী ব্যবস্থা গ্রহণ করবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ