বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে দলীয় মনোনয়ন দেয়া হলেও পরিবর্তন করা হয়েছে বরিশালে। বরিশাল সিটির বর্তমান মেয়র আহসান হাবীব কামালের জায়গায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ারকে প্রার্থী করা হয়েছে। গতকাল (রোববার) বিকেল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই সিটির জন্য দলের চূড়ান্ত মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সিলেটের মেয়র প্রার্থীর নাম আজ ঘোষণা করা হবে বলে তিনি জানান। সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারও মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঠিক করতে রোববার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।