বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে গতকাল রোববার পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ২০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৪৯ জন। এদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। এর মধ্যে ৩ জন সাধারণ কাউন্সিলর ও ১ জন নারী কাউন্সিলর পদে বলে জানান সিটি নির্বাচনের সহকারি রিটানিং অফিসার। রোববার মেয়র পদে এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬ জন সাধারণ কাউন্সিলর ও ২ জন নারী কাউন্সিলর পদে। মেয়র প্র ার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী। এদিকে নির্বাচনকে ঘিরে তৎপরতা জোরদার করেছে কাউন্সিলর প্র ার্থীরা। মেয়র প্র ার্থীদের পাশাপাশি নগরীর ওয়ার্ডের পাড়া-মহল্লায় তারা সোচ্চার। ইতিমধ্যে নগরীর ৩০ টি সাধারণ ওয়ার্ড ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে দুই শতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত সাড়ে তিনশতাধিক প্রার্থী হতে পারে কাউন্সিলর পদে। পুরাতনদের পাশাপাশি নতুনরাও আসছেন এ তালিকায়। আছেন বিতর্কিতরাও। সবমিলিয়ে রাজশাহী নগরীর ৩০ টি ওয়ার্ডের অলিগলিতে প্রচারে নেমেছেন তারা। যোগাযোগ রাখছেন ভোটারদের সঙ্গে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।