Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ১০ মেয়র সহ ২১৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:৪২ পিএম

ফয়সাল আমীন: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১০ মেয়র প্রার্থীসহ ২১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রোববার সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান এ তথ্য জানিয়েছেন। মেয়র পদে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর বিএনপিসাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব চৌধুরী জুবায়ের, মুক্তাদির হোসেন তাপাদার, বিএনপি নেতা আব্দুল কাইযুম জালালী পংকী, স্বতন্ত্র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন, খেলাফত মজলিসের মহানগরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সিপিবি বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর। এ পর্যন্ত মেয়র ১০ জন ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই রোববার-সোমবার (০১ ও ০২ জুলাই) ও প্রত্যাহার সোমবার (৯ জুলাই)। সোমবার (৩০ জুলাই) নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ