Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের এসপি হারুনের প্রত্যাহার চেয়েছে বিএনপি

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:৪১ পিএম

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আবারও সেখানকার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদের প্রত্যাহার চেয়েছে বিএনপি। গতকাল (রোববার) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশানার (সিইসি) কে এম নূরুল হুদার সাথে বৈঠকে এই দাবি জানায় দলটি। এরআগেও এসপি হারুনের প্রত্যাহার চেয়ে ইসির কাছে অনুরোধ করেছিল বিএনপি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু। বৈঠক শেষে ড. মঈন খান বলেন, একজন ব্যক্তির জন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক এটা হতে পারে না। তাকে প্রত্যাহার করা হলে নির্বাচনী পরিবেশ দ্রæত ভালো হয়ে যাবে। নির্বাচনে কারচুপি ও ভোট চুরির আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কিনা সেই আশঙ্কা থেকেই আমরা ইসিতে এসেছি। তিনি বলেন, গাজীপুরে ১১ লাখ ভোটার। তারা যদি নির্বিঘেœ তাদের ভোট দিতে না পারে, এটা কিন্তু আর গাজীপুরে সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। ড. মঈন খান বলেন, আমরা কমিশনকে বলেছি- সংবিধানে আপনাদের অনেক ক্ষমতা দেয়া হয়েছে। আপনারা সেগুলোর সঠিক ব্যবহার করুন, অপব্যবহার নয়। এ সময় বৈঠকে সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ