Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম থেকে কৃষিপণ্যে আইপি ইস্যু বন্ধ মেট্রোপলিটন চেম্বারের উদ্বেগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:১১ পিএম

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে কৃষি পণ্য আমদানির অনুমোদনপত্র বা ইমপোর্ট পারমিট (আইপি) বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি খলিলুর রহমান। গতকাল (রোববার) এক বিবৃতিতে তিনি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে সরকারের নীতি সহায়তার অংশ হিসেবে ইতিমধ্যে চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় ২০০২ সাল থেকে চলমান আইপি অনুমোদনপত্র জারি রহিত করে পুনরায় চট্টগ্রামের বদলে ঢাকায় কেন্দ্রীভূত করার উদ্যোগ অগ্রহণযোগ্য ও অযৌক্তিক। এভাবে চট্টগ্রামের গুরুত্ব কমিয়ে আনা সরকারি নীতির পরিপন্থী।
আমদানিকারকরা চট্টগ্রাম কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে ২-১ দিনের মধ্যে যে আইপি পেতেন তা ঢাকা থেকে আনতে ৭-৮ দিন লেগে যাবে। ফলে ব্যবসা ব্যয় আরও এক দফা বাড়বে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, এ অঞ্চলে ব্যবসা ব্যয় এমনিতেই সর্বোচ্চ বলে বিবেচিত। বিগত প্রায় ১৭-১৮ বছর ধরে চলমান প্রক্রিয়া আমাদের সক্ষমতা প্রতিনিয়ত বাড়িয়েছে। এ অবস্থায় পুনরায় আগের অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়টি চলমান সরকারি নীতির বরখেলাপ। নানা জটিলতার মধ্যে ঢাকা থেকে আইপি সংগ্রহ করে আমদানি ঋণপত্র (এলসি) করার ক্ষেত্রে ব্যাংকে সময়ক্ষেপণ অগ্রহণযোগ্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় কৃষিপণ্য আমদানিকারক ক্ষতিগ্রস্ত হলে বৃহত্তর জনগোষ্ঠীর কাঁধে ব্যয়ভার বাড়বে যা সরকার এবং ব্যবসায়ী কারও কাম্য নয়। সব বিবেচনায় চট্টগ্রাম থেকে ঢাকায় আইপি ইস্যুর এখতিয়ার ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ