Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে নির্বাচনে অংশ নিচ্ছি -মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:০৭ পিএম

গাজীপুরবাসীকে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
গাজীপুরের জনগণের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘ভোট আপনাদের সাংবিধানিক অধিকার। আপনারা সকাল থেকেই ভোটকেন্দ্রে যাবেন নিজেদের ভোটাধিকার প্রদান করবেন।’
এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। আর স্থানীয় সরকারের এসব নির্বাচনগুলো আমাদের আন্দোলনের অংশ। আর তারই অংশ হিসেবে আমরা এসব নির্বাচনে অংশ নিচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরের এসপিকে সরানোর জন্য ইসির কাছে অনুরোধ করলে তারা বলেন, তিনি তো অনেক দিন সেখানে আছেন, তাই তিনি অনেক কিছু জানেন। তিনি থাকলে নির্বাচন ভালো হবে। কিন্তু বাস্তবে তার উল্টো।’
আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ন্যূনতম একটা ফেয়ার নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিশাল ব্যবধানে জয়ী হবেন। কারণ গাজীপুরে জনগণের প্রতিরোধ তৈরি হয়েছে। আমাদের নেতারা যখন গণসংযোগ করতে গেছেন তখন স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘এই নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্য। কারণ যারা একটা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না তারা কী করে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। নির্বাচন কমিশনের (ইসি) কাছে যাই, অভিযোগ করা হয়, তারা এসব শুনেও শুনেন না।’ তিনি আরো বলেন, ‘বিএনপি প্রার্থীও ইসির কাছে অনেক অভিযোগ করেছেন। কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না।’
আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গাজীপুরের নির্বাচন সরকার ও ইসির জন্য এসিড টেস্ট। গাজীপুরের নির্বাচনের পর আমরা অন্য সিটির নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিব। কারণ গাজীপুরের নির্বাচনের ওপর অনেক কিছু নির্ভর করবে।’
গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সব কেন্দ্রের জন্য আমাদের এজেন্ট প্রস্তুত আছে। কিন্তু এখন তাঁরা সেখানে থাকতে পারবেন কি না সেটি দেখার বিষয়। কারণ খুলনাতেও আমাদের প্রায় ৫০টির বেশি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এবার গাজীপুরে কী করবে সেটা দেখার অপেক্ষায় আছে দেশের জনগণ।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার নিজেদের দলের লোক দিয়ে নির্বাচন করছে না। মূলত পুলিশ র‍্যাব, ও ডিবির লোকজন সরকারের পক্ষে নির্বাচন প্রচার ও পরিচালনার কাজ করছে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৪ জুন, ২০১৮, ১০:৩৫ পিএম says : 0
    আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনেকটা বিশ্বাস করি কারন গাজীপুর হচ্ছে জামাত শিবিরে আখড়া। .... আল্লাহ্‌ আমাদেরকে দেশের ও দশের জন্যে কাজ করার ক্ষমতা দিন। আমীন
    Total Reply(0) Reply
  • ২৫ জুন, ২০১৮, ৬:৪৯ এএম says : 0
    যদি সুষ্ঠনির্বাচন হয়, আমি মনে করি,বিএনপি জয় হবে,ইনশ আল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ