Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিকের সাথে চুক্তি স্বাক্ষর মেধাবী গরিব শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রিমিয়ার ব্যাংক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৯:০৩ পিএম

 প্রিমিয়ার ব্যাংক লিমিটেড প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত স্কুল-কলেজের ৫০ জন গরীব ও মেধাবী এবং ৫০ জন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করবে। গতকাল (রোববার) নগরভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সিটি কর্পোরেশনের আওতাধীন ৯০টি স্কুল-কলেজের টিউশন ফি কালেকশনের জন্য সম্প্রতি সিটি কর্পোরেশন এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ১ জুলাই থেকে উক্ত কার্যক্রম শুরু হবে। 

চুক্তি অনুযায়ী প্রিমিয়ার ব্যাংক লিমিটেড টিউশন ফি কালেকশনের জন্য স্কুলগুলোতে ৯০টি কালেকশন বুথ স্থাপন করবে এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে সঞ্চয়ী হিসাব খুলবেন, যার মাধ্যমে সরাসরি একাউন্ট থেকে টিউশন ফি দেয়া যাবে। তাছাড়া প্রিমিয়ার ব্যাংক প্রতিবছর ৫টি স্কুলে নতুন করে ৫টি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন করবে। এর ফলে সিটি কর্পোরেশনভুক্ত প্রতিষ্ঠানসমূহ সর্বপ্রথম ডিজিটালাইজে পদার্পণ করবে। এছাড়াও কর্পোরেশনের আওতাধীন সকল স্কুল-কলেজের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাগণ ব্যাংকের নীতিমালা অনুসরণপূর্বক কোনরকম প্রসেসিং ছাড়াই ঋণ সুবিধা পাবেন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা টিউশন ফি কালেকশন করেন তারা ঠিকমতো ব্যাংকে টাকা জমা দিতেন কিনা সন্দেহ ছিল। স্কুল ব্যাংকিং চালু হলে অনিয়ম করার কোন সুযোগ থাকবে না। সততা ও জবাবদিহিতা থাকবে। শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তায় টিউশন ফি দিতে পারবে। মেয়র বলেন, এখনো বিশাল জনগোষ্ঠী ব্যাংকের আওতার বাইরে রয়েছে। তিনি বলেন, প্রিমিয়ার ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদানের ফলে গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী, পরীক্ষায় ভাল ফলাফল অর্জনে প্রনোদনা জোগাবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী, হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ শামীম মোরশেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ