Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএমএস-এর ব্যানারে নাফিস’র বন্ধু কই রইলারে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ৮:০১ পিএম

ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করেছে কন্ঠ শিল্পী নাফিস’র ‘বন্ধু কই রইলারে’। গানটির কথা, সুর এবং কন্ঠ দিয়েছেন নাফিস। সঙ্গীতায়োজনে ছিলেন নাফিস এবং শুভ্ররাহা। স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মান করেছে ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান মোশনরক এন্টারটেইনমেন্ট। সুনামগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে ভিডিওটি পরিচালনা করেছেন এ. কে. পরাগ এবং ভাষ্কর জনি। এতে নাফিস’র পাশাপাশি মডেল হিসেবে দেখা যাবে নিশহাত প্রিয়মকে। গানটি প্রসঙ্গে নাফিস বলেন, এর আগে বিভিন্ন নাটকের গান করলেও অডিওতে এটাই আমার প্রথম রিলিজ হওয়া গান। তাই চেষ্টা ছিলো যাতে ভালো কিছু দর্শক-শ্রোতাদের উপহার দিতে পারি। গানের কথা, সুর ও সঙ্গীতের পাশাপাশি সাউন্ডের দিকটা বিশেষ ভাবে নজর দিয়েছি। ভিডিওতে সিনেমাটিক ফিল পাবে দর্শক। আশা করছি, সব মিলে ভালো লাগবে সবার। গানটি ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ