Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১০:৪১ পিএম


সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মাহমুদপুর রেলওয়ে কলোনি প‚র্বপাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে। আহত উপ-পরিদর্শক জয়দেব কুমারসহ ২ কনস্টেবলকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মাদকের লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাহমুদপুর মাঠে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ মাদক বিক্রেতা জাহাঙ্গীরকে উদ্ধার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উপ-পরিদর্শক জয়দেব কুমারসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীরের নামে সদর থানায় সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি দাউদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ