Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি মোস্তফা কামাল ও সম্পাদক আবদুল মান্নান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১০:২১ পিএম

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে সমিতি’র সদস্য এবিএম বেলাল হোসেন খান, আবদুস সোবহান ও মমিনুল ইসলামের পরিচালনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মোস্তফা কামালকে সভপতি ও মোহাম্মদ আবদুল মান্নানকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত এ কমিটির সদস্যরা আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলবকে এ তথ্য জানানো হয়।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোহাম্মদ নূর নবী খাঁন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ জাহিদ হাসান তপু, মোহাম্মদ ইউসুফ হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ জয়নাল আবেদীন, একেএম মনির হোসেন ভূইয়া, শামছুল আলম পাটওয়ারী, মোহাম্মদ শাহ আলম পাটওয়ারী ও মোহাম্মদ হাফিজুর রহমান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ