Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তি

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১০:১৯ পিএম

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : চাঁদপুরে ঈদ পরবর্তী বাস ট্রেনের টিকেট নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। ঈদের ২য় দিন থেকে শুরু হওয়া ট্রেনের টিকেট সঙ্কট এখনো চলছে। কেউ কেউ দীর্ঘ অপেক্ষা করে টিকেট সংগ্রহ করলেও ট্রেনের সিট না থাকাতে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চরে কিংবা দরজায় ঝুলে যেতে হচ্ছে গন্তব্যে। যেখানে যাত্রী রয়েছে প্রায় ৩ হাজার, সেখানে ট্রেনের সীট মাত্র ৩শ’ থেকে ৪ শ’। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শহরের রেলওয়ে কোট স্টেশন প্লার্টফমে দেখা যায়, চট্টগ্রাম, কুমিল্লা, লাকসাম, নোয়াখালিসহ দেশের বিভিন্নস্থানে যাওয়ার জন্য যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। টিকেটের জন্য পুরো প্লার্টফর্ম জুড়ে ছিলো যাত্রীদের ভিড়। প্রায় দেড় দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেউ কেউ টিকেট সংগ্রহ করছেন। আবার অনেকে অপেক্ষা করেও টিকেট সংগ্রহ করতে না পেরে বিনা টিকেটেই ট্রেনে চড়েছেন। সেখানেও মেঘনা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস ও স্পেশাল ট্রেনের টিকেটের জন্য যাত্রীদেরকে চরম বিপাকে পড়তে হচ্ছে।
যাত্রীরা অপেক্ষা করে টিকেট সংগ্রহ করতে চাইলেও কালোবাজারীদের হাতে তা চলে যাওয়ায়, নিদিষ্ট মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দিয়ে টিকেট সংগ্রহ করতে হচ্ছে। ঈদ উদযাপন শেষে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে তাদের মধ্যে রয়েছে সংশয়। কর্তৃপক্ষের দাবি ঈদের দ্বিতীয় দিন থেকে টানা এক সপ্তাহের টিকেট আগাম বিক্রি হওয়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রীরা জানান, কাউন্টারগুলোতে টিকেট না পাওয়া গেলেও এর ঠিক বাইরেই বেশি দামে টিকেট পাওয়া যাচ্ছে। আর এসব নিয়ন্ত্রণ করছে স্থানীয় একটি কালোবাজারি চক্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ