Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিবের নতুন চমক অচিন মায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১০:১৩ পিএম

সঙ্গীতশিল্পী হাবিবের গান মানেই ভিন্ন কিছু। শুধু গান নয়, গানের ভিডিওতে থাকে চমক। মনোরম লোকেশন, গেটআপ আর গল্পের উপস্থাপনা। এবারও নতুন গান এবং তার ভিডিও চমক নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘অচিন মায়া’। গানটির শূটিং হয়েছে ফটিকছড়ির দাঁতমারা রাবার বাগানে। গানচিল মিউজিকের ব্যানার এটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। হাবিব বলেন, চাইলে গানটির ভিডিও আমরা গাজীপুরের শালবনেও করে ফেলতে পারতাম। কিন্তু বৈচিত্রের খোঁজে অনেক পয়সা খরচ করে দলবল নিয়ে গিয়েছি ফটিকছড়িতে। নতুন কিছু করতে চেয়েছি। গুঞ্জন রহমানের লেখা ও হাবিবের সুর, সংগীত এবং কণ্ঠে গানটির ভিডিওতে মডেল হয়েছেন আয়েশা মারজানা। ভিডিওটি পরিচালনা করেছেন সংগীতশিল্পী অদিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ