Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় কর্মস্থলে ফিরতে বিড়ম্বনা

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১:১৯ এএম


স্টাফ রিপোর্টার মাগুরা থেকে : মাগুরাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কর্মস্থলে ফেরা জনস্রোত মাগুরা বাস টার্মিনালসহ সকল বাস স্টান্ডে বেড়েই চলছে। প্রয়োজনীয় পরিবহন না পেয়ে পরিবার পরিজন নিয়ে ঘন্টার পর ঘন্টা বাস টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত বাস চালু করলে ও ভীড় কমছেনা। এ সুযোগে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া হাকিয়ে নিচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছে। খুলনা যশোর, সাতক্ষীরা, বাগের হাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা থেকে ঢাকা রুটের সকল বাস যাত্রী বোঝাই করে আসায় মাগুরার যাত্রীরা পড়েছে বিড়ম্বনায়। পরিবার পরিজন নিয়ে শেষ পর্যন্ত লোকাল বাস সিএনজি করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে বাধ্য হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে রওনা হচ্ছে কর্মস্থলে। ঈদ ফেরৎ জনশ্রোত ৩০ জুন পর্যন্ত থাকবে বলে সংশ্লিষ্ট পরিবহন মালিকরা। বাড়তি এ চাপ মোকাবেলায় অতিরিক্ত পরিবহন চলছে ফেরী ঘাট পর্যন্ত। মাগুরা টার্মিনালে এ বিড়ম্বনায় পতিত এক যাত্রী জানান, প্রতিবারই এ সমস্যায় পড়তে হয়। অথচ সমস্যা সমাধানে পরিবহন মালিক বা সরকারি ভাবে কোন পদক্ষেপ নোয়া হয়না ফলে প্রতিবারই সমস্যায় পড়ে মানুষ দূর্বিষহ দুর্ভোগের সম্মুখিন হয়। গত মঙ্গলবার থেকে কর্মস্থলে ফেরা এ জনস্রোত চলে আসছে। মাগুরা , ঝিনাইদহসহ এ এলাকার যাত্রীদের রাজধানীসহ পুর্বাঞ্চলে যেতে বাসই সহজলভ্য ট্রেন বা লঞ্চ এ এলাকায় না থাকায় বাসের উপরই সম্পুর্ণ নির্ভরশীল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ