Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি কর্পোরেশন নির্বাচন

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১:১৮ এএম


রাজশাহীতে বুলবুল, সিলেটে আরিফ, বরিশালে সরোয়ার
তিন সিটিতে বিএনপির প্রার্থী চূড়ান্ত
স্টাফ রিপোর্টার : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। রাজশাহী ও সিলেটে বর্তমান দুই মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও আরিফুল হক চৌধুরীকেই ফের মনোনয়ন দিয়েছে দলটি। তবে পরিবর্তন আসছে বরিশাল সিটি কপোরেশনে। এই সিটিতে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে নতুন মেয়রপ্রার্থী হিসেবে চূড়ান্ত করে করেছে বিএনপি। প্রার্থী চূড়ান্ত হলেও এখনই ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সরকারের আচরণ দেখে তবেই ওই তিন সিটিতে অংশগ্রহণের সিদ্ধান্ত ও প্রার্থী ঘোষণা করবেন তারা। এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তিন সিটি করপোরেশন নির্বাচনের ধানের শীষের প্রার্থৗ ঠিক করতে মনোনয়ন বোর্ডের কাছে সর্বমোট ১৭ জন সাক্ষাৎকার দেন। রাজশাহীতে ধানের শীষের প্রতীকের জন্য বুলবুলই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়ায় তার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিতই ছিল। সিলেটে ৬ জন দলীয় মনোনয় চাইলেও বর্তমান মেয়র আরিফুল হকের উপরই আস্থা রাখছে দলটি। তবে শেষ মুহূর্তে দলের হাইকমান্ড থেকে নির্দেশ পেয়ে বরিশালের মজিবর রহমান সারোয়ার সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, বরিশালের নেতা-কর্মীরা আমরা জন্য ফরম কিনেছেন। মহাসচিব আমাকে ডেকেছেন, আমি সাক্ষাৎকার দিয়েছি। দল চাইলে নির্বাচন করব। এর আগে প্রথমে রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলের সাক্ষাৎকার নেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। পরে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও ছাত্রদল নেতা সালাহ উদ্দিন রিমনের সাক্ষাৎকার নেয়া হয়।
এরপর সাক্ষাৎকার দেন বরিশালের বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চাঁন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব। এ সময় মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন বোর্ডে মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ