Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে রিজভী

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১:১৭ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গাজীপুরেও তারা খুলনা মার্কা নির্বাচনের জন্যই পুলিশকে দিয়ে ধানের শীষের সমর্থক ভোটারদের এলাকা ছাড়া করে সিটি করপোরেশন এলাকা জনশূন্য করা হয়েছে। আর এগুলোর দিকে চোখ বন্ধ থাকা দায়িত্বহীন নির্বাচন কমিশন হাওয়া খেয়ে বেড়াচ্ছে। গতকাল (শুক্রবার) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলকে দূরে রেখে আরেকটি ৫ জানুয়ারি মার্কা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নে ষড়যন্ত্র করছে সরকার। এজন্য তারা বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। কিন্তু জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখাতে বদ্ধপরিকর।
রিজভী বলেন, দেশজুড়ে বিরোধী দল নিধন চলছে। চলছে গণমাধ্যম নিয়ন্ত্রণ। কিন্তু, সরকারের নীলনকশা রুখে দিতে রাস্তায় নামতে শুরু করেছে। বিএনপির এই নেতা বলেন, ভোটারবিহীন সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই দেশজুড়ে বিচারবহির্ভূতত হত্যা, গুম, খুন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। এসব মানবাধিকার লঙ্ঘনের অন্তত ১০টি ঘটনা তদন্তে জাতিসংঘ আহ্বান জানালেও সরকার সাড়া দেয়নি। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী জানিয়েছেন দিনের পর দিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা না পাওয়ায় তার মস্তিষ্কে রক্তরণ বা পূর্ণাঙ্গ স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়েছে। গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে রিজভী বলেন, নিশ্চিত ভরাডুবি জেনেই গাজীপুরে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি এবং বিরোধী দলের নির্বাচন সংশ্লিষ্ট নেতাকর্মীদের গণগ্রেফতার, বাড়িবাড়ি গিয়ে হুমকি-ধামকি দিচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ