Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার নিখোঁজ পরিবেশক প্রতিষ্ঠান ড্যাফোডিলের জিএম

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ১:১৫ এএম

স্টাফ রির্পোটার, পাবনা : বৃটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানীর পাবনার পরিবেশক প্রতিষ্ঠান ড্যাফোডিলের জেনারেল ম্যানেজার কামরুল হোসেনের (৩৮) কোন খোঁজ এখনও পাওয়া যায়নি। গত দুইদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। গত বুধবার দুপুরে ড্যাফোডিল চাটমোহর শাখা অফিস থেকে পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা হয়ে পাবনায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে , কে বা কারা তাকে অপহরণ করেছে। তবে অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের দাবিতে কোন ফোন তারা পাননি। এ ঘটনায় বুধবার রাতেই পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় জিডি করা হয়েছে। দুইদিন অতিবাহিত হলেও তাকে এখন উদ্ধার করতে পারেনি পুলিশ। নিখোঁজ কামরুল হোসেন পাবনা সদর উপজেলার চকউগ্রগড় গ্রামের আব্দুল কাদের মাস্টারের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে অফিসের কাজে পাবনা শহরের বাসা থেকে চাটমোটর শাখা অফিসে যান তিনি। সেখান থেকে সহকর্মীদের সঙ্গে নিয়ে ফিল্ডে বের হন। চাটমোহর জাদ্রিস মোড় থেকে সহকর্মীদের সঙ্গে কথা শেষ করে ফরিদপুর থানার ধানুয়াঘাটার উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুর দেড়টা পর্যন্ত তার সঙ্গে থাকা মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও এর পর থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ড্যাফোডিল পাবনার জেনারেল ম্যানেজার কামরুল হোসেন নিখোঁজ হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে ড্যাফোডিল চাটমোহর শাখার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখ্য, ড্যাফোডিল চাটমোহর শাখার অফিসের ম্যানেজার আসাদুজ্জামান ওরফে আফাজ (৪০) এর বিরুদ্ধে প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কামরুল হোসেন বাদী হয়ে গত ৭ জুন চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী আসাদুজ্জামান ওরফে আফাজ বর্তমানে জেল হাজতে রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ