রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোর থানার মুনশি’র দায়িত্বরত (কনেষ্ট্রবল) এরশাদ আলীর স্ত্রী মাহাফুজা আকতার পলি (৩২) আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তানোরের ভাড়া বাড়ির নিজ ঘরে গলায় উড়না দিয়ে ফাঁস লাগিয়ে গ্রীরিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানায়, এরশাদ আলীর স্ত্রী দীর্ঘ দিন থেকে মানসিক রোগী ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে। ছোট মেয়েকে নিয়ে রাতে আলাদা ঘরে ঘুমাতো পলি। আর বড় মেয়েকে নিয়ে এরশাদ অন্য ঘরে ঘুমাতো। গতকাল শুক্রবার সকালে এরশাদ আলী তার স্ত্রীর ঘরে তাকে ডাকতে গিয়ে দেখেন তার স্ত্রী গলায় উড়না পেঁচিয়ে গ্রীরীলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
নিহত পলি’র পিতার বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তারা তানোর পৌর এলাকার তানোর গ্রামের হাজী কছিম উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতো।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, পলির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।