Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ২ লাখ মিটার কারেন্ট জালসহ আটক ৫৯ জেলে

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা নিধনের অপরাধে ৫৯ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মেঘনা নদীর মোহনা, আখনেরহাট, হরিণা ফেরিঘাট, হাইমচর, আলুবাজার, লগিগমারার চর, কাটাখালী, চরভৈরবী, এখলাসপুর, মোহনপুর, রাজরাজেশ্বর, মাদ্রাসা লঞ্চঘাট থেকে ওই জেলেদের আটক করেন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব লে. হাসানুর রহমান বলেন, আটক জেলেরা চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচর উপজেলার বাসিন্দা।
তিনি জানান, জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। জালসহ জেলেদের জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, আটক জেলেদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক রয়েছে বেশ কয়েকজন। যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাকিদের সাজা দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ