বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনায় ইটের আঘাতে মুন্নি নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর হরিণটানা থানার গল্লামারী লিনিয়ার পার্কের সামনে এ ঘটনা ঘটেছে। ঘাতক রাজিবকে (৩৮) আটক করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জমির মালিকের ছোড়া ইটের আঘাতে তার মৃত্যু হয়েছে।
আটক রাজিব নগরীর বানরগাতী এলাকার কাজী এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, কবির ও তার স্ত্রী পাঁচ মাসের শিশু কন্যা মুন্নিকে নিয়ে নগরীর গল্লামারী লিনিয়ার পার্কের সামনে রাজিবদের জমিতে বসবাস করতো ও কেয়ারটেকারের দায়িত্ব পালন করতো। বেলা ১২টার দিকে রাজিব হঠাৎ তাদের জমি থেকে চলে যেতে বলেন।
এ সময় কবির বলেন, এ জমিতে তার (রাজিব) চাচাতো ভাই থাকতে দিয়েছেন। তিনি না বললে আমি জমি ছেড়ে যাবো না। এ নিয়ে কবিরের সঙ্গে রাজিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কবিরের ঘরে ইট নিক্ষেপ করে রাজিব। ইটটি ঘরের মধ্যে ঘুমন্ত পাঁচ মাসের শিশু মুন্নির মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।