Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দামুড়হুদায় নিজ কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার রেলবাজারস্থ ফুলতলায় দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগ নেতা তপনকে  (২৫) কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ কর্মী ইউনুছসহ তার লোকজন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত তপন উপজেলার দর্শনা আনন্দবাজার এলাকার নারায়ণ চন্দ্র দাশের ছেলে এবং দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে তপন দর্শনা রেল বাজার থেকে বাড়ি ফেরার পথে ফুলতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় ইউনুসসহ ৬/৭ জন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে তাকে স্থানীয় ক্লিনিক এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের বাবা নারায়ণ চন্দ্র দাশ জানান, দলীয় কোন্দলের জের ধরে ইউনুসসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস জানান, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ