Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাঁত ও পাট শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে মির্জা আজমের আহŸান

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বস্ত্র ও পাট খাতের উন্নয়নের মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে তার নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করে বস্ত্র, রেশম, তাঁত ও পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালনের আহŸান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
এছাড়া বস্ত্র ও পাট খাতের উন্নয়নের লক্ষ্যে মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর ও সংস্থার প্রধানকে চাহিদাভিত্তিক প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ আহŸান জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ