Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজি ফ্যাশনের চেয়ারম্যানসহ ৩ ভাই কারাগারে

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার, নরসিংদী : নরসিংদীতে জালিয়াতির মামলায় ইজি ফ্যাশনের চেয়ারম্যান, তার দুই ভাইসহ আরো ১২ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার বিকালে নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক রকিবুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামের বাসিন্দাদের স্থাবর সম্পত্তির নথিপত্র জাল করে সেগুলো হাতিয়ে নেয়ার অভিযোগ উঠে দেশের নামকরা পোশাকের ব্র্যান্ড ইজি ফ্যাশনের স্বত্ত¡াধিকারী তিন ভাই আসাদ চৌধুরী, ইসহাক চৌধুরী এবং তৌহিদ চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় ডাঙ্গা ইউপি সদস্য জালাল উদ্দিন কর্তৃক দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখিয়ে তার সই নকল করে জমি কেনাবেচার নথিপত্র তৈরি করা হয়। এক পক্ষকে বিক্রেতা দেখিয়ে রেজিস্ট্রিও সম্পন্ন করা হয়। জমিতে সাইনবোর্ড টানিয়ে ঘোষণা দেওয়া হয় ক্রয়সূত্রে এই জমির মালিক তিন ভাই। সর্বশেষ চার দলিলেই হাতানো হয়েছে চার বিঘা জমি; যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। পরে ইউপি সদস্য জালাল উদ্দিন এ ঘটনায় পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা বলেন, জালিয়াতি করে আমাদের জমি হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েই আদালত তাদের জেলে পাঠিয়েছেন। আমরা আশা করছি এই জালিয়তির ঘটনায় সাজা দিবেন আদালত। বাদী পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম লিখন বলেন, কোন অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই। যত বড় ক্ষমতাবানই হোক অন্যের উপর জুলুম করলে তার বিচার হবেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ