Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুবে যাওয়ার ৯ ঘণ্টা পর উদ্ধার শিক্ষার্থীর লাশ

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রির্পোটার, পাবনা: পাবনায় পদ্মা নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী শাকিল হোসেন (১৬) লাশ উদ্ধার করেছেন, রাজশাহী থেকে আসা ডুবরীরা। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শাকিল পাবনার ঈশ্বরদীর পৌর এলাকার সাঁড়া গোপালপুর মহল্লার দিনমজুর রিয়াজুল ইসলামের পুত্র এবং সাঁড়া মারোয়ারী স্কুলের ১০ শ্রেণীর ছাত্র ছিল। এ দিন দুপুরে হার্ডিঞ্জ ব্রিজের অদূরে সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পদ্মা নদীর মধ্যে জেগে উঠা বালু চরের কাছাকাছি সে তলিয়ে যায়। দিনভর আত্মীয়-স্বজন , ঈশ্বরদী ফায়ার সার্ভিস, পাড়া -প্রতিবেশী ও মাছ ধরার ছোট ছোট নৌকায় জেলেরা জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করে। শাকিলের ডুবে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠি এবং গ্রাম-মহল্লার লোকজন নদী পাড়ে ভীড় করেন। অনেকে নদীতে নেমে তার খোঁজ করেন। শাকিলের সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায় রাত ৭ টার দিকে। তাদের ডুবরীরা পদ্মা নদীতে প্রায় ২ ঘন্টা তল্লাশী করার পর ডুবে যাওয়া স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পদ্মা নদী থেকে শাকিলের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তার লাশ নদী পাড়ে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পিতা পুত্র শোকে মুর্চ্ছা যান। সবার চোখে বেদনার অশ্রæ নেমে আসে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুদ্দিন জানান, লাশ সনাক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ