Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবাবগঞ্জে যুবককে ছুিরকাঘাত বিচারের জন্য আকুতি

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি যুবকের ছুরিকাঘাতের শিকার হয়ে গত ১০ দিন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত যুবক সাগর হোসেন। ঘটনাটি ঘটেছে গত ১১ জুন বিকাল সাড়ে ৪টায়, নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামে। পিতা নুরনবী বলেন, তার ছেলে সাগর হোসেন শফিউর ইসলামের নিকট পাওনা টাকা চাইতে গেলে, শফিউল ইসলাম ও তার পিতা আব্দুল হামিদ পরিকল্পিতভাবে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে তাদের বাড়ির পাশে আম্বীয়ার মোড় নামক বাজারে জনসস্মুখে নাপিতের দোকান এর কাঁচি দিয়ে সাগর হোসেনের পেটে ও বুকে আঘাত করে, এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক সাগর হোসেনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পিতা নুরনবী অভিযোগ করে বলেন, স্থানীয়ভাবে মিমাংসা করার কথা বলে তাকে মামলা করতেও দিচ্ছেনা। এই বিষয়ে ছুরিকাঘাতকারী শফিউলের পিতা আব্দুল হামিদ এর সাথে যোগাযোগ করা হলে, তিনি তার জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, তার ছেলে শফিউর ছুরি মেরেছে এই ঘটনা দেখে সে আতঙ্কিত হয়ে পড়েছেন, তিনি বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছেন। জয়পুর ইউপি চেয়ারম্যান আইনুল হক চৌধুরীর বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভায়পক্ষকে পরামর্শ দেয়া হয়েছে। এদিকে ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও চিকিৎসকেরা বলছেন এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় সাগর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ