Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় দুইজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়া শহরের মাহবুবনগর এলাকায় এবং শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজারে দুইজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতরা হলেন, বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ার আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম (২৮) এবং শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়ার মৃত আজিজুল হকের ছেলে আনোয়ারুল ইসলাম (৪২)।সোমবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের খান্দার মাহবুবনগর এলাকায় শহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত শহিদুল পেশায় একজন কাঠমিস্ত্রি। কী কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শহিদুলকে হত্যা করা হয়েছে।
অপরদিকে শাজাহানপুর থানা পুলিশ জানায়, প্রতি রাতের মত সোমবার রাত ৯টা থেকে আড়িয়াবাজার এলাকায় নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন আনোয়ারুল ইসলাম। রাত ৩টা পর্যন্ত তাকে বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ভোর ৫টার দিকে বাজারের দক্ষিণ পার্শ্বে আবর্জনার স্তূপের পাশে নৈশ প্রহরী আনোয়ারুলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতের হাত লুঙ্গি দিয়ে বাঁধা ছিল।মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ