Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর সহায়তা পেলেন হাসিনা

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : বিধবা হাসিনা বেগম। যিনি নিজের চিকিৎসার জন্য দুই শিশু সন্তান হাসান ও খায়রুলকে রিক্সা চালাতে দিয়েছিলেন। রিক্সা চালিয়ে দুই ভাই মায়ের চিকিৎসা করাতেন। এ নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশ বিদেশের অনেকে হাসিনা বেগমের পাশে দাঁড়ান। আমেরিকা প্রবাসি কাজী কামাল ও ঢাকার এক সংসদ সদস্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অনেক এডমিনের দেওয়া টাকায় হাসিনা বেগমকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। হাসিনা এখন বেশ সুস্থ। তার পরিবারেরও সচ্ছলতা ফিরে এসেছে। জানা গেছে, হাসিনা বেগমের চিকিৎসা ও ছেলেদের রিক্সা কিনে দেওয়ার জন্য প্রায় ৬০ হাজার টাকা পেয়েছেন। এর মধ্যে তার চিকিৎসায় ব্যয় হয়েছে ১৫ হাজার টাকা। রিক্সা কেনা হয়েছে ২৯ হাজার টাকায়। বাকী টাকা দোকান করার জন্য গচ্ছিত রাখা আছে। এদিকে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে হাসিনা বেগম ও তার সন্তানদের ইচ্ছানুযায়ি তাদের কাছে রিক্সাটি হস্তান্তর করা হয়। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা মোস্তফা মাজেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, আসিফ ইকবাল কাজল, আমিনুল ইসলাম লিটন, আসিফ ইকবাল মাখন জোয়ারদার, আলী আহম্মেদ লিকু ও বিশিষ্ট নাট্য ব্যক্তিতত্ব নাজিম উদ্দীন জুলিয়াস উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ