Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ছাত্রলীগ-তাঁতি লীগ সংঘর্ষ : আহত ২

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


চান্দিনা উপজেলা সংবাদদাতা : কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষ ছাত্রলীগ ও তাঁতী লীগের মধ্যে ব্যাপক সংঘর্ষেও ঘটনা ঘটে। এ সময় অফিস ভাঙচুরসহ তাঁতী লীগের দুই কর্মী আহত হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা তাঁতী লীগের কর্মী জিলানী (২২) ও হাসান (২১)।
স্থানীয়ভাবে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ সভাপতির চেয়ারে বসে আলোচনা করছিলেন। এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সমর্থিত তাঁতী লীগের কিছু নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগ সভাপতির চেয়ার ছেড়ে বসতে বললে, কথা কাটাকাটির একপর্ষায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাঁতী লীগের কর্মী জিলানী ও হাসান আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল বলেন, আমাদের পার্টি অফিসে একটি চেয়ার নির্ধারিত রাখা আছে। এই চেয়ারে জেলা নেতা বা স্থানীয় এমপি আসলে বসেন। কিন্তু আমি অফিসে বসা অবস্থায় নাহিদসহ কয়েকজন কোনো অনুমতি না নিয়েই অফিসে ঢুকে সিনিয়র নেতাকর্মীদের চেয়ারে বসে পড়েন। এ অবস্থায় জিলানী অনুরোধ করেন সভাপতির চেয়ারটি ছেড়ে দিয়ে অন্য চেয়ারে বসার জন্য। কোনো কিছু বুঝে ওঠার আগেই অফিসের চেয়ার দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয় তাঁতী লীগের সদস্য জিলানী ও হাসানকে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের গ্রæপের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তবে এ ব্যাপারে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন গ্রæপের কেউ এই বিষয়ে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনজুর আলম বলেন, সংঘর্ষের ঘটনা তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ