Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুড়ঙ্গ!

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরস্থ অছি মিয়া ব্রীজে একটি ঝুকিপূর্ণ সূড়ঙ্গময় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে যে কোন মুহুর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সরেজমিনে দেয়া যায় উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অছি মিয়া ব্রীজের উত্তর পশ্চিম পার্শ্বে সিসি ঢালাইয়ের পার্শ্বে একটি গর্তের মুখ। যা মহাসড়কের উপর থেকে রাস্তার পার্শ্বের একটি ছোট গর্ত হিসেবে দৃশ্যমান। যার আয়তন এক থেকে দেড় বর্গফুটের মতোই। কিন্তু ভেতরের দিকে ভালোভাবে উঁকি দিয়ে দেখলেই ভেতরে প্রায় ২০ বর্গফুটের মতো সুড়ঙ্গ সাদৃশ গর্ত। আবার আড়ালে থাকা কিয়দাংশ অন্ধকারাচ্ছন্ন ও রয়েছে। অনেকটা ডিমের খোলসের মতোই উপর দিয়ে সুন্দর রাস্তা দৃশ্যমান, কিন্তু এক ফুটের মতো পিচ বিটুমিনের নিচে ফাঁকা সুড়ঙ্গময় গর্ত। যে কোন সময় কোন ভারি গাড়ি এখানে ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। পথচারি সনজিত কুমার বলেন, এই রাস্তা দিয়ে কয়েকটি স্কুলের শিশু কিশোর শিক্ষার্থীরা নিত্য যাতায়াত করে। তাছাড়া সারি সারি ছোটবড় যানবাহন তো রয়েছেই। যে কোন সময় এখানে ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। গর্তের দিকে তাকিয়ে ভয় পাচ্ছেন বলে ও অনেক পথচারি জানায়। এই বিষয়ে ফোরলেন প্রকল্পের ব্যবস্থাপক সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, বৃষ্টির পানি নামতে গিয়ে ছোট গর্ত থেকে ধীরে ধীরে এমন বড় গর্তের সৃষ্টি হতে পারে। উপর থেকে দৃশ্যমান না থাকায় কারো দৃষ্টিগোচরে আসেনি। উক্ত স্থানে শীঘ্রই সংস্কার ও ঢালাইয়ের মাধ্যমে গর্ত ভরাট করা হবে বলে জানান তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ