Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ‘বাইকস্টার’দের বিরুদ্ধে অভিযান শুরু

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : বিয়ের ১৫ বছর পর সন্তানের মুখ দেখেছিলেন ধনাঢ্য মাহবুব-নাসরিন দম্পতি। তাদের একমাত্র সন্তান নয়ন বড় হয়েছে আদর-আহ্লাদ আর প্রাচুর্য্যরে মধ্যে। এ ধারাবাহিকতায় সপ্তম শ্রেণিতে উঠেই মা-বাবার কাছে দাবি করেই পেয়ে যায় মোটর বাইক। গগণবিদারি হর্ন বাজিয়ে, সাপের মতো এঁকেবেঁকে, মরণ গতিতে বাইক চালিয়ে দিন-রাত নগরীর পাথরঘাটা, জামালখান, কাজীর দেউড়ি, নেভাল দাপিয়ে বেড়াত সে। তার এমন ‘হিরোইজম’ বাহবাও পেত সবার। সেই হিরোইজম দেখাতেই সম্প্রতি নগরীর জামালখানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ গজ দূরে ছিটকে পড়ে সে। ঘটনাস্থলেই নিহত হয় নয়ন। নিভে যায় মাহবুব-নাসরিন দম্পতির সব সুখ-স্বপ্ন।
মোটর সাইকেল নিয়ে এমন অনেক দুর্ঘটনার গল্প রয়েছে। আরোহী ছাড়াও বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অনেকে। আহত হয়ে পঙ্গুত্ববরণ করার ঘটনাও কম নয়। দলবেঁধে মোটর বাইক নিয়ে নগরীর পাড়া-মহল্লা দাপিয়ে বেড়ানো কিশোর-যুবকদের বেপরোয়া তাÐব হরহামেশাই চোখে পড়ে। কেউ আবার মোটর বাইকে অ্যাম্বুলেন্সের হর্ন লাগিয়ে পাড়া দাবড়িয়ে বেড়ায়। ফুটপাতেও উঠে যায় এসব মোটর বাইক। বালিকা স্কুল ও মহিলা কলেজের সামনে ইভটিজারদের বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে মোটর বাইক। ঈদের ছুটিতে নগরীর সড়ক কিছুটা ফাঁকা হওয়ায় মোটর বাইকের উৎপাত আরও বেড়ে গেছে। বেপরোয়া মোটর বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। অবশেষে এ বাইকস্টারদের বিরুদ্ধে মাঠে নেমেছে পুলিশ।
গতকাল (বুধবার) নগরীর কোতোয়ালী থানা এলাকায় ১২০টি মোটর সাইকেল যাচাই বাছাই করা হয়। এসময় মোটরযান আইনে মামলা করা হয় ৩০টি। জব্দ করা হয় তিনটি মোটর সাইকেল। বাকিদের ভবিষ্যতে অনিয়ন্ত্রিত বাইক না চালানোর শর্তে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, প্রথম দিনে নগরীর জামালখান ও কাজির দেউড়ি মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা গেছে, বেশিরভাগ মোটর সাইকেলেরই বৈধ কাগজপত্র নেই। আর বাইক যারা চালাচ্ছে তাদেরও নেই কোন প্রশিক্ষণ বা সনদ। হেলমেটসহ কোনরকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বেপরোয়া গতিতে চলছে এসব মোটর বাইক। তিনি জানান, নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ