বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বাকলিয়ায় কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাতে বাকলিয়া থানার ময়দার মিল এলাকায় আব্দুল গণি বাইলেইনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জসীম উদ্দিন (১৮) ওই এলাকায় আলী স্টোর বিল্ডিং নামে একটি ভবনে থাকতেন। তার বাবার নাম আমির হোসেন। বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, জসীম ও মোবারক বন্ধু। মোবারক হকার্স মার্কেটে একটি শার্টের দোকানে কাজ করতেন। আর জসীম টেইলারিংয়ের কাজ করতেন। ঈদের আগে মোবারক জসীমকে একটি শার্ট দিয়েছিল। সোমবার সে পাওনা টাকা চাইলে জসীম তার কাছ থেকে আগের এক হাজার টাকা পাওনা থাকার কথা জানান। এই নিয়ে কথা কাটাকাটির জের ধরে মোবারক জসীমকে পেটে ছুরিকাঘাত করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি প্রণব চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।