Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধ আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে -ডা: এজেডএম জাহিদ হোসেন

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব ডা: এজেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ গণতন্ত্র শূন্যতায় ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অবস্থায় দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। তিনি আরো বলেন, আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে সরকারকে বাধ্য করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।’
রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর ব্রাক্ষপল্লী এলাকার নিজ বাস ভবনে ময়মনসিংহ বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ময়মনসিংহ বিএনপির নেতৃবৃন্দ নিজেদের মধ্যে বিদ্যমান সকল বিভেদ ভুলে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনে একমত পোষন করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের র্শীষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান মাহাবুব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লিটন আকন্দ, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, যুবদল সভাপতি শামীম আজাদ, সাধারন সম্পাদক খন্দকার মাসুদ, শ্রমিক দল সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক মফিদুল ইসলাম মোহন, স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আমীন খসরু, সাধারন সম্পাদক রফিকুল আলম শামীম, উত্তর জেলা যুবদল সভাপতি কামরুজ্জামান লিটন, জেলা ছাত্রদল সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন, তাতীঁদলের সভাপতি নাজিম উদ্দিন খান, সাধারন সম্পাদক জামাল উদ্দিন’সহ ওলামাদল ও অঙ্গ সহযোগী সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এজেড এম জাহিদ হোসেন আরো বলেন, বর্তমান অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে সুচিকিৎসা বঞ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। তাই আগামী রাজপথে ঐক্যবদ্ধ ভাবে কঠোর আন্দোলন গড়ে তোলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এক্ষেত্রে ঐক্যের কোন বিকল্প নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ