Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী শিশুদের সাথে সাবেক মেয়র মনজুর আলমের ঈদ

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সাবেক সিটি মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম ঈদ উদযাপন করলেন নগরীর রৌফাবাদ সরকারী মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান সরকারী শিশু পরিবার (বালিকা) ও ছোটমনি নিবাসের এতিম ও মানসিক প্রতিবন্ধী শিশুদের সাথে। উত্তর কাট্টলীস্থ বাসভবনে ব্যতিক্রমধর্মী এ ঈদ উদযাপন অনুষ্ঠানে মনজুর আলম বলেন, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় শিশুদের ঈদের দিনটা যাতে আনন্দের হয় তাই এ আয়োজন। তিনি বলেন, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায়-দুস্থদের ঈদটাও যাতে আন্দের হয় সেজন্য পবিত্র রমজান ও ঈদে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। মনজুর আলম বলেন, এ ধরনের সমাজ সেবা সকলের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে শিশুদের আপ্যায়ন ও ঈদের সালামী প্রদান করা হয়। উল্লেখ্য, রমজান মাসে মোস্তফা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় দুস্থ অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে মনজুর আলমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ