Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘের পাশে বসে ছবি তুললেন মিম!

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: বাঘের পাশে বসে ও ঘায়ে হাত রেখে ছবি তুললেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি থাইল্যান্ডে বেড়াতে যান। গত রোববার সকালে থাইল্যান্ডের নামুয়াং সাফারি পার্কে ঘুরতে যান। সেখানে বাঘের খাঁচায় ঢুকে বাঘকে ছুঁয়ে দেখেন তিনি। ফেসবুকে বাঘের সঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করে মিম লিখেছেন, আমি অর্ধেক মৃত্যুর ভয়ে ছিলাম। কিন্তু আপনারা ছবি দেখে আনন্দ পাবেন। মিম বলেন, যদিও খুব সাহস নিয়ে বাঘের খাঁচায় ঢুকেছি তারপরও ভয় কাজ করেছিল। সব মিলিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে। মিম মূলত ঈদের ছুটি কাটাতে ব্যাংকক গিয়েছেন। তার সঙ্গে রয়েছেন তার বাবা-মা। সেখান বাবা-মার সঙ্গে দারুণ সময় পার করছেন। এদিকে, ঈদ উপলক্ষে মিমের নতুন সিনেমা সুলতান : দ্য সেভিয়ার মুক্তি পেয়েছে কলকাতায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ