Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশেষ নাটক বরিশাল বনাম চিটাগাং

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এটিএন বাংলায় ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নেপালে চিত্রায়িত বিশেষ নাটক ‘বরিশাল বনাম চিটাগাং’। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর ও পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয়ে জোভান, প্রসূন আজাদ, তানভীর, আসিফ নজরুল প্রমূখ। গল্পে দেখা যায় মানিক-রতন দুই বন্ধু, ঢাকাতেই থাকে। একজনের বাড়ী বরিশাল অপরজন চিটাগাং। দু’জনে মিলে ঠিক করে তারা নেপালে বেড়াতে যাবে। যদিও মানিক দু’একবার নেপালে এসেছে। পরিকল্পনা মতো তারা নেপালে চলেও আসে। কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ রতন হারিয়ে যায়। মানিক কোন ভাবেই রতনকে খুঁজে পায় না। পথিমধ্যে ঘটে ভিন্ন এক ঘটনা। এক ছিনতাইকারী বাঙালী এক রমনীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। সেই ছিনতাইকৃত ব্যাগটি মানিক উদ্ধার করে রমনীর হাতে তুলে দেয়। তাদের মধ্যে একটি সখ্য গড়ে ওঠে। অপর দিকে ঐ একই রমনীর সাথে কোন এক মুহূর্তে রতনের সাথে দেখা হয়। দু’জনে যেহেতু বাঙালী তাই অনেক আলাপচারিতার মধ্যে একটি অন্যরকম সম্পর্ক গড়ে ওঠে। যেটি পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। এ নিয়ে দু’বন্ধুর মধ্যে চলতে থাকে তুমুল দ্ব›দ্ব। কার জয় হবে বরিশাল এর নাকি চিটাগাং-এর?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ