Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দিনাজপুরের চার উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম


হিলি সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম।
দিনাজপুর দক্ষিনাঞ্চল উন্নয়ন ফোরাম আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল অব: মো: মাসুদ আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সাবেক উপাচার্য মো: নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: মশিউর রহমান, বিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ফরহাদ হোসেন, পাউশগাড়ী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মামুনুর রশিদসহ অনেকে।
অনুষ্ঠনে নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হিলি-হাকিমপুর ও বিরামপুর উপজেলার ৬৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করেন প্রধান অতিথি সংসদ সদস্য শিবলী সাদিক।
অনুষ্ঠানে ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ