Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দোকান পুড়ে ছাই ৪০ লাখ টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পাইকারী ওষুধের দোকানসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়। গত সোমবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পুরাতন জেল রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া স্কুল মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওই মার্কেটে একটি বেসরকারী হাসপাতাল, ওষুধের দোকান, লাইব্রেরি, কনফেকশনারি, অফসেট প্রেস, সিলিন্ডার গ্যাস, অক্সিজেন রিফির ও মুদি দোকানসহ বিভিন্ন প্রায় শতাধিক দোকান রয়েছে। ওই মার্কেটের তূর্য্য কম্পিউটার স্বতাধিকারী আব্দুল মান্নান জানান, একটি বিকট শব্দে হঠাৎ মার্কেটের বিদ্যুৎ চলে যায়। পরে আমার পার্শ্ববর্তী ওষুধের পাইকারী দোকান মোহাম্মদিয়া ফার্মেসী থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে আগুন লেগে যায়। আগুন মুুহুর্তের মধ্যে পাশ্ববর্তী সবুর ইলেক্ট্রনিক্স ও একটি কনফেকশনারী দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ও মার্কেটের লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ওই দোকানগুলো সম্পূর্ন রূপে ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূইয়া জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরে আশুগঞ্জ থেকে আরেকটি ইউনিট এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করছি। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ