Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ল²ীপুরে ধর্ষণকারী ফেনীতে গ্রেফতার

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংকাদদাতা : ল²ীপুরের কমলনগরে তিন বছরের শিশু ধর্ষনের প্রধান আসামি মো. আবু সায়েদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফেনী জেলার বিরিঞ্চি বণানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সায়েদ উপজেলার চরলরেন্স এলাকার মৃত শাহজানের ছেলে।
কমলনগর থানার ওসি ইকবাল হোসেন সোমবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, চরলরেন্স ইউনিয়নের মৃত শাহাজাহানের ছেলে দুই সন্তানের বাবা মোঃ আবু সায়েদ পাশবর্তী চরমার্টিন গ্রামে বিবাহ করে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসাবে বসবাস করছিলেন। চলতি মাসের এক তারিখ শুক্রবার সকালে বাড়িতে কেউ না থাকায় একই বাড়ির মোঃ ওমার ফারুকের মেয়ে কে কৌশলে তার বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সায়েদ কৌশলে পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে বাড়ির লোকজন মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লক্ষ¥ীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে ওই দিনই শিশুর বাবা ওমর ফারুক বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সে থেকে সায়েদ পলাতক ছিলেন। পরে গোপন সংবাদে মামলার তদন্তকারী কর্মকর্তা হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ রোববার রাতে ফেনী জেলার বিরিঞ্চি বণানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার সকালে ধর্ষক সায়েদকে ল²ীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ওই কর্মকর্তা আরও জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ